Duration 7:36

Sonargaon Panam City | Museum | Tajmohol | সোনারগাঁও জাদুঘর ও পানাম নগর | ভ্রমণ গাইড

584 327 watched
0
10.5 K
Published 22 Sep 2019

Narayanganj Sonargaon Panam City, Sonarogan Museum and Tajmohol Travel Guide Sonargaon is a historic city in central Bangladesh. It is one of the old capitals of the historic region of Bengal and was an administrative center of eastern Bengal. ◼️ Sonargaon Day Tour Plan ➡️ Sonargaon Museum / সোনারগাঁও জাদুঘর ➡️ Sonargaon Panam City / পানাম নগর ➡️ Sonargaon Tajmohol / বাংলার তাজমহল ➡️ Mayadwip / মায়াদ্বীপ ইতিহাস ও ঐতিহ্যের কাছাকাছি যেতে যারা পছন্দ করেন তাদের জন্য নারায়ণগঞ্জ জেলার প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁও একটি আদর্শ জায়গা। ছুটির দিনে পরিবার বা বন্ধুদের নিয়ে একদিনে ঘুরে আসুন ঢাকার কাছের এই প্রাচীন জনপদ হতে। এখানে ভ্রমণ আনন্দের সাথে ইতিহাস ও গ্রামীণ ঐতিহ্যের গভীরে যাওয়ার সুযোগ মিলবে। ভ্রমণ গাইডের আজকের আয়োজনে থাকছে সোনারগাঁওয়ের ইতিহাস, দর্শনীয় স্থান, কিভাবে যাবেন, কিভাবে ঘুরে দেখবেন, খরচ ও ভ্রমণের প্রয়োজনীয় সকল তথ্য। ➡️ দেশ সেরা ভ্রমণ অ্যাপ "ভ্রমণ গাইড" ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকেঃ https://bit.ly/vromonapp ✿ সময়সূচী সোনারগাঁও জাদুঘর সপ্তাহের বৃহস্পতিবার পুরো বন্ধ থাকে। বাকি দিন সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত প্রবেশ করা যায়। বিশেষ সরকারি ছুটির দিন গুলো যেমন ঈদ, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, একুশে ফেব্রুয়ারী, পহেলা বৈশাখ, জাতীয় শোক দিবসে খোলা থাকে। পানাম নগর - সপ্তাহের যে কোনদিন যাওয়া যায়। সকাল থেকে সন্ধ্যা যে কোন সময় যেতে পারবেন। বাংলার তাজমহল - প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে। ✿ সোনারগাঁও ভ্রমণ খরচ | SONARGAON TRAVEL COST - গুলিস্তান থেকে মোগড়াপাড়া পর্যন্ত বোরাক এসি বাসের ভাড়া = ৫০ থেকে ৬০ টাকা। - ইজিবাইক রিজার্ভ নিয়ে জাদুঘর কিংবা পানাম নগর যাওয়ার ভাড়া = ১০০ টাকা - লোক ও কারুশিল্প জাদুঘরের প্রবেশ ফি জনপ্রতি = ৫০ টাকা এবং ছাত্র-ছাত্রীদের জন্যে ৩০ টাকা (আপডেটেড) - পানাম নগরের প্রবেশ ফি জনপ্রতি = ১৫ টাকা - জাদুঘরে সামনে থেকে মদনপুর যাওয়ার বাস ভাড়া = ২০ - ৩০ টাকা - মদনপুর হতে তাজমহল যাওয়ার ইজিবাইক ভাড়া = ১০০ - ১৫০ টাকা - তাজমহল এবং পিরামিডের প্রবেশ ফি একত্রে = ১৫০ টাকা - তাজমহল থেকে বরপা যাওয়ার ইজিবাইক রিজার্ভ খরচ = ১২০ - ১৫০ টাকা। - বরপা থেকে ঢাকা বাস ভাড়া = ৫০ - ৬০ টাকা। - মোগড়াপাড়া, জাদুঘর কিংবা পানাম নগর হতে বৈদ্যের বাজার ঘাটে যাওয়ার রিক্সা ভাড়া = ৩০ - ৪০ টাকা। - বৈদ্যের বাজার ঘাটে হতে মায়াদ্বীপ যাওয়ার নৌকা রিজার্ভ = ১০০০ - ১৫০০ টাকা ▬ ▬ ▬ ▬ ▬ ▬ ▬ ▬ ▬ ▬ ▬ ▬ ▬ আমাদের সাথে যোগাযোগ - Email: info@vromonguide.com FB: https://www.fb.com/vromonguidebd ▬ ▬ ▬ ▬ ▬ ▬ ▬ ▬ ▬ ▬ ▬ ▬ ▬ পানাম সিটি, সোনারগাঁও জাদুঘর ও তাজমহল নিয়ে আমাদের এই ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক দিয়ে সবার সাথে শেয়ার করুন। আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন জায়গার তথ্যমূলক ভিডিও বানাতে আমাদের উৎসাহিত করুন। ধন্যবাদ :) ➡️ Youtube: /c/VromonGuide ➡️ FB: https://www.fb.com/vromonguidebd ➡️ Website: https://VromonGuide.com ➡️ Mobile App: https://bit.ly/vromonapp ▬ ▬ ▬ ▬ ▬ ▬ ▬ ▬ ▬ ▬ ▬ ▬ ▬ Music Campfire by Scandinavianz https://soundcloud.com/scandinavianz

Category

Show more

Comments - 477